কাউন্সিলস্থল নিয়ে বিএনপিতে নয়া সংকট


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৬ মার্চ ২০১৬

রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ষষ্ঠ কাউন্সিলের সব আয়োজন যখন সম্পন্ন তখন হঠাৎ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দলটিকে মহানগর নাট্যমঞ্চের কাউন্সিলের জন্য অনুমতি দিয়েছে। এতে কাউন্সিলস্থল নিয়ে নতুন করে সংকটে পড়েছে বিএনপি। তবে দলের চেয়ারপারসন ও হাইকমান্ডের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হওয়ায় দলের নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকন্ঠা।

এদিকে মহানগর নাট্যমঞ্চে কাউন্সিলের অনুমতি দেয়া হলেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এখনো দলের হাইকমান্ডের পছন্দের তালিকায় রয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আমাদের কাউন্সিলের একটি অংশ ‘ক্লোজড ডোর’ হয়। এর আগে, আমরা (পঞ্চম কাউন্সিল) চীন-মৈত্রী (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) সম্মেলন কেন্দ্রে করেছি। কিন্তু এবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেটা সম্ভব নয়। যদি ৩ হাজারের মতো কাউন্সিলর উপস্থিত হয়, তাহলে ওই জায়গায় একোমোডেশন হবে না।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কাউন্সিলের ‘ক্লোজড ডোর’ অংশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ছোট হওয়ায় আমরা বিকল্প চিন্তা করেছিলাম। সর্বশেষ চেষ্টা করেছি, চীন-মৈত্রীর (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) জন্য। এখনো সে চেষ্টা আছে। আমরা যে দরখাস্ত করেছিলাম, কর্তৃপক্ষ তার উত্তর এখনো আমাদের দেয়নি। মহানগর নাট্যমঞ্চে অনুমতির বিষয়ে মঙ্গলবার বিকেলেই আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে কাউন্সিলের যে ভাব-গাম্ভীর্য এবং নিরাপত্তা সেটি আগে খেয়াল করতে হবে।’

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।