সেফটি ট্যাঙ্ক থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের মামুদপুর গ্রামের হারিছ মিয়ার বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে রুকন মিয়া (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুকন মিয়া মামুদপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
জানা গেছে, রুকন মিয়া গত বুধবার (১২ মার্চ) রাতে পার্শ্ববর্তী বকুল মিয়ার বাড়িতে ওরশ দেখতে গিয়ে নিখোঁজ হয়। আজ দুপুরে ট্যাঙ্কের ভেতর থেকে গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জাগো নিউজকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
কামাল হোসাইন/এসএস/এবিএস