আত্মগোপনে ৪ বছর, অবশেষে ‘আল্লাহর দলের’ সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২০ জুলাই ২০২৩

চার বছর ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকা আল্লাহর দলের সক্রিয় সদস্য মো. রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাড়াও আদালত ক্রোকি পরোয়ানা জারি করেছিলেন। বুধবার (১৯ জুলাই) রাতে গাইবান্ধার পলাশবাড়ীর উদয় সাগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান এটিইউয়ের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ পলাতক সক্রিয় সদস্য রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ী থানায় মামলা রয়েছে। মামলা নম্বর-১৩। ২০১৯ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা হয়।

এএসপি ওয়াহিদা পারভীন বলেন, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর পলাশবাড়ীর হরিণমারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালীন আল্লাহর দলের ছয় সদস্যকে উগ্রবাদী বই লিফলেট ও সাংগঠনিক দলিলাদিসহ গ্রেফতার করা হয়। রুহুল আমিন সেসময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেফতারে সর্বশেষ আদালত ক্রোকি পরোয়ানা জারি করেন।

রুহুল আমিন দীর্ঘ চার বছর দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। এটিইউ তার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিটি/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।