নৌকাভ্রমণে গিয়ে শঙ্খ নদীতে যুবক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২১ জুলাই ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায় শঙ্খ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ সবুজ (৩০) নামে এক যুবক নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে আনোয়ারা থানার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুশকুল গ্রামের গুদারপাড়া সংলগ্ন শঙ্খ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নৌকাভ্রমণে গিয়ে পাঁচ যুবকসহ নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা নৌকার মাঝিসহ পাঁচজনকে উদ্ধার করেন। নিখোঁজ সবুজ নোয়াখালীর চাটখিল থানা এলাকার মো. সোলাইমানের ছেলে। তার সংসারে স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে বলে জানা গেছে। সবুজকে উদ্ধারে কাজ করছেন নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার মোহাম্মদ পারভেজ চারবন্ধুসহ আনোয়ারা থানার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুশকুল গ্রামের গুদারপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে বেলা ১২টার দিকে বন্ধুদের নিয়ে শঙ্খ নদীতে নৌকাভ্রমণে যান পারভেজ। নৌকা নিয়ে মাঝ নদীতে গেলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় নৌকাতে থাকা মোহাম্মদ পারভেজ (৩১), মোহাম্মদ ফারুক (২৭), রায়হান (২৪), কায়সার (৩০) ও মোহাম্মদ টিটু (১৮) নামে পাঁচজনকে উদ্ধার করা গেলেও সবুজের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সদরঘাট থানা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জাগো নিউজকে বলেন, শঙ্খ নদীতে নৌকাডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় অভিযান অব্যাহত রয়েছেন।

এমডিআইএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।