চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রামের ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হানিফ (৪৫) নামের ট্রাফিক পুলিশের এক এটিএসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হানিফ সিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর জোন) উপ-সহকারী পরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাফিক সদস্য হানিফ টেম্পু করে কর্মস্থলে যাওয়ার সময় বেলা ধনিয়ালা পাড়া এলাকায় ফ্লাইওভার ও সড়কের সংযোগস্থলের কাছে বায়তুল শরফ মাদরাসার সামনে এই দুর্ঘটনার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করেছে বলেও জানান তিনি।
জীবন মুছা/এসকেডি/পিআর