কনস্টেবল বাদল হত্যার ১০ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
২০১৩ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হুমায়ুন ওরফে হুমায়ুন কবিরকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।
হত্যাকাণ্ডের ঘটনার ১০ বছর পর বৃহস্পতিবার (২৭ জুলাই) টাঙ্গাইলের বাসাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাব-১০ এর স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব-১৪ এর সহযোগিতায় টাঙ্গাইলের বাসাইল থানাধীন উত্তরপাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে কনস্টেবল বাদল মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি হুমায়ুন ওরফে হুমায়ুন কবিরকে গ্রেফতার কর।
তিনি জানান, গ্রেফতার আসামি ওই হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে এ হত্যা মামলা দায়েরের পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরএসএম/এমকেআর/জেআইএম