ঝিনাইদহের জামায়াত নেতা সাতক্ষীরায় গ্রেফতার
ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির নুর মোহাম্মদকে (৬৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ঝিনাইদহ শহরের দিশারী প্রি-ক্যাডেট স্কুল থেকে ১৫টি বোমা, ৪৬ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির সাতক্ষীরাতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেখান থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার ভোরে তাকে নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ শহরের দিশারীপাড়া থেকে ১৫টি বোমা ও ৪৬ কেজি বিস্ফোরক জব্দ করা হয়। এছাড়া জিহাদি বইপত্রও জব্দ করা হয়।
বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে। তিনি শহরের চাকলা পাড়া এলাকায় বসবাস করতেন। সকাল সাড়ে ১১ টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সকল তথ্য জানান ওসি।
এফএ/পিআর