নবাবগঞ্জে ইট ভাটার দেয়াল ধ্বসে নিহত ১


প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৮ মার্চ ২০১৬

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ইটভাটার চিমনীর দেয়াল ধ্বসে ইটের নিচে চাপা পড়ে কামরুজ্জামান সাকিম (২৬) নামের শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন শ্রমিক।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার হরনাথপুর নয়াপাড়া আরটিবি ইট ভাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান সাকিম নবাবগঞ্জ উপজেলার হরনাথপুর নয়াপাড়া গ্রামের মৃত সাখওয়াৎ আলীর ছেলে। আহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার হরনাথপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে আব্দুল বারী(৩২) ও একই উপজেলার খৈষলামপুর গ্রামের অবিনাশ চন্দ্রের ছেলে মিন্টু চন্দ্র (২৪)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে টলিতে ইট তোলার সময় চিমনীঘেরা ফাটা দেয়ালটি হঠাৎ ধ্বসে পড়ে। এই ঘটনায় ওই দেয়ালের নিচে চাপা পড়ে কর্মরত ৩ শ্রমিক। এ সময় আশপাশের অন্যান্য শ্রমিকেরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে, ফুলবাড়ী স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুনুর রশীদ কামরুজ্জামান সাকিমকে মৃত ঘোষণা করেন। অপর ২ শ্রমিক মিন্টু চন্দ্র ও আব্দুল বারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আরটিবি ইট ভাটায় সরোজমিনে দেখা যায়, চিমনীটির চারিদিকে ঘেরা দেয়ালটি ঝুঁকিপূর্ণ, ফাটা ও ভঙ্গুর। ইট ভাটার একাধিক শ্রমিকেরা অভিযোগ করে বলেন, ভাটার ইট পোড়ানো চিমনীঘেরা দেয়ালটি দীর্ঘদিন থেকে ভঙ্গুর অবস্থায় থাকলেও ইট ভাটার মালিক তা মেরামত করেনি। ভাটার মালিকের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
 
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, লোকমুখে খবর পেয়েই আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। কিন্তু এখন পর্যন্ত আফতাবগঞ্জ পুলিশ তদন্ত্র কেন্দ্র কিংবা নবাবগঞ্জ থানায় কোনো অভিযোগ করা হয়নি। তিনি ঘটনা পরিদর্শন করেই আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।

এ বিষয়ে আরটিবি ভাটার মালিক মোশফিকুর রহমান মিন্টু মিঞার সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার প্রয়োজনেই আমি এটি মেরামত করব। দুর্ঘটনা ঘটার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

ভাটায় দুর্ঘটনা ঘটলেও কেনো পুলিশকে অবহিত করা হয়নি এই প্রশ্নের কোনো সদত্তোর দিতে পারেননি তিনি।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।