নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা পেয়েছে নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লের ছয় ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে তারা। গাপটিল ৩৭ এবং উইলিয়ামসন ২১ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৭ রানের বড় জয় তুলে দারুণ আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী কিউইরা। এ ম্যাচে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে পরের রাউন্ড।
অস্ট্রেলিয়া একাদশ :
উসমান খাজা, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ :
মার্টিন গাপটিল, কেন উইলিয়ামস (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, মিচেল সান্টনার, গ্রান্ট এলিয়ট, লিউক রঞ্চি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে এবং ইশ সোধি।
আরটি/এমআর/এমএস