মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৮ মার্চ ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী পালন করেছে মালয়েশিয়া আওয়ামী নবীন লীগ। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া আওয়ামী নবীন লীগ।

সভায় মালয়েশিয়া আওয়ামী নবীন লীগের সভাপতি ডা. মিজানুর রহমান সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আয়োমী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিক চৌধুরী, হুমায়ূন কবির, কবি আলমগীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী নবীন লীগের সহ-সভাপতি মো. সেলিম, সহ-সাধারণ সম্পাদক আবু নাইম, অর্থ বিষয়ক সম্পাদক মো. জিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাহজালাল প্রমুখ।

সভাটি পরিচালনা করেন আওয়ামী নবীন লীগের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া নবীন লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. জামিল হোসেন নাসির।

এসকেডি/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]