গাজীপুরে ব্যাংক কর্মকর্তা হত্যা : স্ত্রীসহ আটক ৩
গাজীপুরে মো. গিয়াস উদ্দিন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে তার স্ত্রী, ছেলে ও শ্যালিকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর জেলা শহরের বরুদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. গিয়াস উদ্দিন (৬০) নগরীর শরীফপুর সোন্ডা এলাকার মৃত সিরাজ উদ্দিন খানের ছেলে।
আটকককৃতরা হলেন, নিহত গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তার (৪০)।
নিহতের ছোট ভাই ইসলামী ব্যাংকের কর্মকর্তা মহিউদ্দিন খান জানান, স্ত্রী সন্তান নিয়ে গিয়াস উদ্দিন শহরের বরুদা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি গাজীপুরে সোনালী ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ছিলেন। সম্প্রতি তিনি এলপিআর এর ছুটিতে ছিলেন। তার স্ত্রী ও ছেলে টাকা পয়সার জন্য প্রায়ই তার ভাই গিয়াস উদ্দিনের সঙ্গে বিবাদ করতেন এবং তাকে মারধর করতেন।
শুক্রবার রাত ৮টার দিকে গিয়াস উদ্দিন তার আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে জানিয়েছিলেন যে, তার স্ত্রী ও সন্তান মিলে তাকে হত্যা করতে পারে। রাত সাড়ে ১১টার দিকে তিনি খবর পান যে তার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে রাতে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির শনিবার সকালে মর্গে এসে মরদেহের সুরতহাল করেন। তিনি জানান, নিহতের ঘাড়ে সুই জাতীয় বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী, সন্তানসহ তিনজকে আটক করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান, গিয়াস উদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
আমিনুল ইসলাম/এফএ/এমএস