ভিডিওকন টেলিকমের স্পেকট্রাম কিনছে এয়ারটেল


প্রকাশিত: ০৩:১১ এএম, ২০ মার্চ ২০১৬

ভিডিওকন টেলিকমের স্পেকট্রাম কেনার পরিকল্পনা করছে ভারতের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। ছয়টি সার্কেলে ১ হাজার ৮শ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম কিনতে বিনিয়োগ করা হবে ৪ হাজার ৪শ ২৮ কোটি রুপি। খবর পিটিআইয়ের।

স্পেকট্রাম অধিগ্রহণের বিষয়ে ভিডিওকন টেলিকমের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতী এয়ারটেল। এতে অন্তর্ভূক্ত ছয়টি সার্কেল হচ্ছে-বিহার, হরিয়ানা, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ পূর্বাঞ্চল, উত্তর প্রদেশের পশ্চিমাঞল এবং গুজরাট। এ ছয় সার্কেলে স্পেকট্রাম বৈধ থাকবে ২০৩২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যেই এ খবরের প্রতিক্রিয়ার প্রভাব দেখা গেছে ভারতী এয়ারটেলের শেয়ারদরে। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) বৃহস্পতিবার প্রতিষ্ঠানের প্রতি শেয়ারের দাম ২ দশমিক ৮৯ শতাংশ বেড়ে লেনদেন হয় ৩৪৯ রুপি ৪৫ পয়সা। ভারতী এয়ারটেলের আগে ভিডিওকন স্পেকট্রাম চুক্তি করেছে আইডিয়া সেলুলারের সঙ্গে। ওই চুক্তিটি ছিল ৩ হাজার ৩শ ১০ কোটি রুপির। আইডিয়া ফোরজি এলটিই সেবা চালুরও উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।