ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২০ মার্চ ২০১৬

ককটেল হামলা ও ভোটের সরঞ্জাম লুটের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে সমায়িক স্থগিত থাকা একটি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন চৌধুরী জাগো নিউজকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন সশস্ত্র যুবক ভোটকেন্দ্রে ককটেল হামলা চালিয়ে ব্যালট পেপার ও সিল লুট করে নিয়ে যায়। এর ফলে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে ব্যালট পেপার ও সিল সরবরাহ করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৯৩৭ জন। এর মধ্যে পুুরুষ ভোটার ৫১ হাজার ২৭ জন এবং নারী ভোটার ৫১ হাজার ৯১০ জন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।