স্কুল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২০ মার্চ ২০১৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই বিদ্যালয়ের ভেতর এক যুবকের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।  
 
তিল্লী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, শনিবার রাত ১০টার দিকে ওই যুবককে বাজারে ঘোরাফেরা করতে দেখেছিলেন। আর সকালেই তার ঝুলন্ত মরদেহ দেখতে পেলেন তারা।

সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, ওই যুবক ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বি.এম খোরশেদ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।