গ্যাস ও রেলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন


প্রকাশিত: ০৯:২৩ এএম, ২০ মার্চ ২০১৬

রংপুর বিভাগের ৮ জেলায় গ্যাস ও রেলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি ঢাকা। রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় শাপলা চত্বর প্রাঙ্গনে রংপুর-ভূরুঙ্গামারী সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি আব্দুল্লাহ আল নাসের, সহ-সভাপতি অ্যাড.নজরুল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হায়দার আলী, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাধারণ সম্পাদক হারুর অর রশীদ মিলন প্রমুখ।

এ সময় বক্তারা দাবি করেন, দেশের পিছিয়ে থাকা জনপদের মধ্যে রংপুর অন্যতম। বৃহত্তর এই অঞ্চল কৃষি ও খনিজ সম্পদের উপর নির্ভরশীল। কিন্তু এখনও গড়ে উঠেনি সার কারখানাসহ শিল্প-কলকারখানা। এছাড়াও কুড়িগ্রাম-ঢাকা সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নসহ পাইপ লাইনের মাধ্যমে দ্রুত গ্যাস সংযোগের দাবি জানানো হয়। দাবি মানা না হলে পরবর্তীতে রাজধানী ঘেরাওসহ কঠোর কর্মসূচি নেয়া হবে বলে জানান তারা।

নাজমুল হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।