ইস্তাম্বুল হামলায় আইএস জড়িত : তুরস্ক
ইসতাম্বুলে বোমা হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জড়িত বলে দাবি করেছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইফখান আলা। তিনি বলেন, আইএসের সদস্য নিয়োগদাতা মেহমেদ ওজতুর্ক শনিবারের হামলায় জড়িত।
স্বরাষ্ট্রমন্ত্রী ইফখান আলা রোববার এক সংবাদ সম্মেলেনে বলেন, হামলাকারীকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে। জঙ্গিগোষ্ঠী দায়েশের সঙ্গে হামলাকারীর সম্পর্ক রয়েছে। সম্মেলেনে জঙ্গিগোষ্ঠী আইএসের বিকল্প নাম (দায়েশ) ব্যবহার করেন মন্ত্রী।
ইশতিকলাল কাদ্দেসিতে শনিবারের ওই হামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। বিস্ফোরণে তিন ইসরায়েলি ও এক ইরানি নাগরিক নিহত হয়েছে। ইফখান আলা বলেন, হামলাকারী মেহমেদ ওজতুর্কের জন্ম তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গজিয়ান টেপে ১৯৯২ সালে।
গত জুলাই থেকে তুরস্কে ছয়টি বড় ধরনের হামলায় দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেন, তিনি (হামলাকারী) ওয়ান্টেড ব্যক্তির তালিকায় ছিলেন না।
শনিবারের হামলার ছয়দিন আগে রাজধানী আঙ্কারার ব্যস্ত একটি স্কয়ারে অাত্মঘাতী হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়। কুর্দিপন্থী বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছে।
এসঅাইএস/পিআর