খাগড়াছড়িতে অর্ধদিবস হরতাল আজ
পাহাড়ে অব্যাহত চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ি পৌর শহরে সোমবার অর্ধদিবস হরতাল ডেকেছে খাগড়াছড়ি জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি। রোববার বিকেলে খাগড়াছড়ি পৌরসভা ভবনে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকদের এক জরুরি সভায় এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম।
বৈঠকে কমিটির সদস্য সচিব এসএম শফি, ব্যবসায়ী নেতা হাজী লিয়াকত আলী চৌধুরী, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এস অনন্ত বিকাশ ত্রিপুরাসহ ব্যবসায়ী ও পরিবহন মালিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বৈঠকে পরিবহন নেতা এসএম শফি অভিযোগ করে বলেন, কয়েকটি আঞ্চলিক সংগঠনের অব্যাহত চাঁদাবাজি ও হুমকির মুখে রোববার থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় সাজেকে আটকা পড়েছে কয়েক‘শ পর্যটক। আর তাই আমরা বাধ্য হয়ে এমন কর্মসূচি দিয়েছি।
সভায় খাগড়াছড়ি-সাজেক সড়কসহ জেলার সকল আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা প্রদানসহ আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর অব্যাহত চাঁদাবাজি বন্ধসহ চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানানো হয়। পাহাড়ে অব্যাহত চাঁদাবাজি বন্ধসহ চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
এসএস/এমএস