বন্ধ কাঞ্চন কমিউটার

১১ বছর পর চালু হচ্ছে ‘রামসাগর এক্সপ্রেস’, যাবে পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২৫ আগস্ট ২০২৩

দীর্ঘ ১১ বছর পর আগামী ৩০ আগস্ট থেকে পঞ্চগড় পর্যন্ত চালু হচ্ছে রামসাগর এক্সপ্রেস। আগে ট্রেনটি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করতো। তবে, বর্তমানে সেটি চলাচল করবে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। ট্রেন চালানোর জন্য এরই মধ্যে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে, পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করা কাঞ্চন কমিউটার ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা এক দপ্তর আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, বোনারপাড়া-দিনাজপুর-বোনারপাড়া সেকশনে আগে চলাচল করা রামসাগর ট্রেনের (৫৯/৬০) রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে পুনরায় চালুর জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পরিচালনার জন্য অনুমোদন করা হলো। ট্রেনটি আগামী ৩০ আগস্ট বোনারপাড়া স্টেশন থেকে সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, রামসাগর এক্সপ্রেস (৫৯) ভোর সাড়ে ৫টায় বোনারপাড়া থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ৫০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আর রামসাগর এক্সপ্রেস (৬০) বিকেল ৫টা ২০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে রাত ১টায় বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

রামসাগর এক্সপ্রেসের রেকে থাকবে একটি সিটিং কাম লাগেজ ভ্যান এবং নয়টি সেকেন্ড সিটার ক্লাস কোচ। ট্রেনটির ওয়াটারিং, ক্লিনিং ও ওয়াশপিট হবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন। বেজ হবে পার্বতীপুর। ট্রেনটির সাপ্তাহিক অফ-ডে হলো বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার এবং বোনারপাড়া থেকে শুক্রবার।

দপ্তর আদেশে আরও বলা হয়, রেক, লোকোমোটিভ ও ক্রু সংকটের কারণে কাঞ্চন কমিউটার (৪১/৪২) ট্রেন চলাচল বন্ধ থাকবে। এমতাবস্থায় ৫৯/৬০ নম্বর রামসাগর কমিউটার ট্রেনটির রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

আরএসএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।