বই কেনায় অভিভাবকদের আগ্রহ নেই


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২১ মার্চ ২০১৬

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত বইমেলায় পাঠকদের উপস্থিতি সন্তোষজনক নয় এবং বই কেনায় অভিভাবকদের আগ্রহ নেই বলে দাবি স্টল মালিকদের। সোমবার মেলার ৪র্থ দিনেও ব্যাপক উপস্থিতি এবং আশানুরূপ বিক্রি চোখে না পড়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।

শিরিন পাবলিকেশন্সের প্রকাশক মামুন খান ইউসুফজাই জাগো নিউজকে বলেন, ‘একটি সুন্দর পরিবেশে একাডেমী কর্তৃপক্ষ ও প্রকাশকরা মিলে সুন্দরভাবে বইমেলার আয়োজন করেছে। মেলায় শিশুদের উপস্থিতি ভালো হলেও পরিতাপের বিষয় হচ্ছে, শিশুদের অভিভাবকরা বই কেনার প্রতি তেমন আগ্রহ প্রকাশ করছেন না।’

তিনি আরো বলেন, ‘শিশুরা বই কিনতে চাইলেও শিশুদের বাবা-মায়েরা তাদের নিরুৎসাহিত করছেন। বলছেন, পরে কিনে দেব। এতো বই দিয়ে কী করবে? অথচ তাদের বোঝা উচিত- শিশুরা যত পড়বে; ততোই শিখবে।’

boimela

শিশুতোষ গ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান ইকরি মিকরি’র বিক্রয়কর্মী অনুপ কর্মকার বলেন, ‘শিশু একাডেমী আয়োজিত বইমেলায় শিশুদের অংশগ্রহণ ভালো। তবে বই বিক্রি কম। আশাকরি মেলা জমে উঠবে। শেষের ২-৩ দিন আশানুরূপ বিক্রি হবে।’

বইমেলায় ঘুরতে আসা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ২য় শ্রেণির শিক্ষার্থী ইলমা জানায়, রাজধানীর কাকরাইল থেকে মায়ের সঙ্গে মেলায় এসেছে সে। ইলমা ২টা বই কিনেছে। পরে এলে আরো বই কিনবে।

অভিভাবক জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, ‘আজ মেলায় ঘুরতে এলাম। ঘুরে ঘুরে দেখছি। শেষ হওয়ার আগে বাচ্চাদের জন্য বই কিনে নিয়ে যাবো।’

গত ১৮ মার্চ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে ‘বাংলাদেশ শিশু একাডেমী বইমেলা ২০১৬’। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। এছাড়া ছুটির দিনে মেলা বসবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

child

মেলা প্রাঙ্গন মঞ্চে প্রতিদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র বা চলচ্চিত্র প্রদর্শনী।

মেলা উদযাপন কমিটির সদস্যসচিব ও গ্রন্থাগারিক রেজিনা আক্তার জাগো নিউজকে বলেন, ‘আজ মেলার চতুর্থ দিন। বইমেলা ধীরে ধীরে জমতে শুরু করেছে। শিশুদের অংশগ্রহণও দিনদিন বাড়ছে। বইমেলা শেষের দিকে আরো বেশি জমজমাট হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছি।’

অগ্রণী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বইমেলা সবার জন্য উন্মুক্ত।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।