বিমান টিকিটে ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০১ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে টিকিটে ১০ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফেসবুক পেজে এ ছাড়ের তথ্য জানানো হয়।

বিমানের ওয়েবসাইটে জানানো হয়, বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের (কানাডা ও যুক্তরাজ্য ছাড়া) টিকেট ক্রয়ের ক্ষেত্রে নতুন প্রমোকোড চালু করেছে। যে কেউ এ প্রমোকোড (SMILEBIMAN) ব্যবহার করলে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ বিশেষ মূল্যছাড় পাওয়া যাচ্ছে।

তবে গ্রাহককে বিমানের ওয়েবসাইট বা মোবাইলে টিকিট বুকিং দিতে হবে। আর এ ছাড় পেতে হলে আজ রাত ১২টার মধ্যে অনলাইনে টিকিট বুকিং করতে হবে।

এমএমএ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।