দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে একমত বাংলাদেশ-কানাডা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮ পিএম, ১৩ জুলাই ২০২৫

 

দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে একমত হয়েছে বাংলাদেশ ও কানাডা।

রোববার (১৩ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ। এটি তার প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষাখাতে অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওয়েলডন এপ বাংলাদেশকে দীর্ঘদিনের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কানাডার আগ্রহের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়। শিক্ষাক্ষেত্রে বিনিময় ও দক্ষতা বাড়াতে ভিসাপ্রক্রিয়া দ্রুত ও সহজ করার ওপর জোর দেন পররাষ্ট্রসচিব।

দুদেশ চলমান বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করে এবং ভবিষ্যতে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। কানাডীয় বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বিদেশি বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তির (এফআইপিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন ওয়েলডন এপ।

রোহিঙ্গা আশ্রয়ে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন ওয়েলডন এপ এবং এ ইস্যুতে কানাডার সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উভয়পক্ষ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়। সাক্ষাতের শেষে পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রে একটি দৃঢ়, অগ্রসর এবং ভবিষ্যতমুখী অংশীদারত্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুদেশ।

জেপিআই/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।