জঙ্গিবাদ শব্দটা বেশি বুঝি না : এরশাদ


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৬ মার্চ ২০১৬

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,  জঙ্গিবাদ শব্দটা বেশি বুঝি না। তবে দেশে জঙ্গিবাদ বলতে বিশেষ কিছু নেই। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এর সঙ্গে রঙ লাগিয়ে জঙ্গিবাদ বলা হচ্ছে।

শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
এরশাদ বলেন, স্বাধীনতার ৪৫ বছর পার হলেও  দেশ এখনো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। রাজনৈতিক দলাদলির কারণে দেশ পিছিয়ে পড়েছে। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এসবের কারণেই দেশ পিছিয়ে পড়েছে।
 
এসময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।