নরসিংদীতে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১১ অক্টোবর ২০২৩

নরসিংদীর পলাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম জুয়েল ভূইয়া (২৬)।

পলাশের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি অপপ্রচারমূলক প্রেস বিজ্ঞপ্তি জব্দ করা হয়। 

বুধবার (১১ অক্টোবর) এ তথ্য জানান এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

তিনি বলেন, অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল মঙ্গলবার (১০ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে। জুয়েল ড্রাইভিং পেশায় কর্মরত ছিলেন। তিনি সাইবার স্পেসে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। তাছাড়া সরকার উৎখাতের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়াও ‘হিযবুত তাহরীর’ এর সদস্য সংগ্রহের জন্য প্রচারপত্র ও লিফলেট বিতরণ করতেন।

গ্রেফতার জুয়েল ভূইয়ার বিরুদ্ধে নরসিংদীর শিবপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএসএম/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।