বর্তমানে তৃণমূল পর্যায়ে সুফল পাচ্ছেন নারীরা
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, বর্তমান সরকার নারী শিক্ষা বিস্তারে বিভিন্ন পদক্ষেপ নেয়ায় তৃণমূল পর্যায়ে সুফল পেয়েছে। নারী শিক্ষার উন্নয়নে স্নাতক পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাওয়ায় নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির ফলে রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন সেক্টরে নারীরা উল্লেখযোগ্য অবদান রাখছে।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ‘রজত জয়ন্তী উৎসব’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাকছুদুল হক, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, ভাইস চেয়ারম্যান মহিবুল ইসলাম নয়ন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. সফিউজ্জামান ভুইয়া প্রমুখ।
রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে বিদ্যালয় চত্বরে গুণীজন সম্মাননা প্রদান, স্মরণিকা প্রকাশ, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। অনুষ্ঠানের শুরুতেই ২৫ কেজি ওজনের একটি কেক কেটে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
অমিতাভ দাশ/এআরএ/আরআইপি