মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে : পলক


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০২ এপ্রিল ২০১৬

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্যে। আর সে কাজ যদি হয় মানুষের কল্যাণে তা আরো বেশি স্মরণীয় হয়ে থাকে। কোনো মহৎ কাজ করার উদ্যোগ নিলে অর্থ যোগানের কোনো বাধা থাকে না।

শনিবার নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে কবিরগঞ্জ এলাকায় ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোক্তা কানাডা প্রবাসী ও পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অপর উদ্যোক্তা আবুল কালাম আজাদ, কানাডার ব্রিটিশ ইনভেস্টমেন্ট গ্রুপের সিইও মাইকেল ব্যারি, ড. এমএন ইসলামসহ অন্যন্যরা।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, কানাডা উন্নয়ন সংস্থার অর্থায়নে ৩০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি চলনবিল তথা উত্তরাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। হাসপাতালটি স্থাপিত হলে বিনামূল্যে বিলাঞ্চলে মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি এ অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা মেডিকেল শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবা করার সুযোগ পাবে।

উদ্যেক্তারা বলেন, এ অঞ্চলের মানুষের সেবার উদ্দেশ্যে তারা এই মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেন। অর্থ যোগানের জন্য তারা বিদেশি ডোনারদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করেছেন।

কানাডা উন্নয়ন সংস্থার অর্থায়নে ৩০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল নির্মিত হলে মেডিকেল শিক্ষা প্রসারেও মেডিকেল কলেজ ও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়রম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান মন্টু প্রমুখ।

রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।