থার্টি ফার্স্ট নাইট

বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ সিয়াম মারা গেছে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০২ জানুয়ারি ২০২৪
নিহত সিয়াম

রাজধানীর কামরাঙ্গীরচরে থার্টি ফার্স্ট নাইটে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হয়েছিল সিয়াম (১৬) নামে এক কিশোর। সোমবার দিনগত মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

আরও পড়ুন: বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ ৩

সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে কেরোসিন তেলে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাইসহ আমার ছেলে দগ্ধ হয়। পরে তাদের তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে দুই ভাইকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ভর্তি করা হয় সিয়ামকে। সোমবার মধ্যরাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, সিয়ামের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ৩১ ডিসেম্বর রাত সোয়া ১২টার দিকে কামরাঙ্গীরচরের মুজিবরের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।