এবার মানিকগঞ্জে কয়েল কারখানা ও কাঠপট্টিতে অগ্নিকাণ্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ এএম, ২৫ মার্চ ২০২৪

এবার মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় ও শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মার্চ) ভোরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

রাশেদ বিন খালিদ বলেন, মানিকগঞ্জে দুই জায়গায় আগুন লেগেছে। এরমধ্যে রোববার (২৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকার একটি কয়েল কারখানায় আগুন লাগে। এছাড়া রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা কাঠপট্টিতে আগুন লাগে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ৬ ইউনিট। এর মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত দুইটার দিকে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে রাত সোয়া ৪টার দিকে কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আরও পড়ুন

 এর আগে রোববার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দীর সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং আরও দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে বৃষ্টি নামলে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বস্তির অনেক ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।