শিশু হাসপাতালে আগুনের ঘটনায় ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৯ এপ্রিল ২০২৪
ছবি জাগো নিউজ

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর গণমাধ্যমকে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম।

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় ৫ সদস্যের কমিটি

তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমাদের কোনো রোগীর ক্ষতি হয়নি। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু শিশুকে জাতীয় হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে দুপুর ১টা ৪৭ মিনিটে শিশু হাসপাতালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এরপর দুপুর ২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ ও ২টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।

আরএএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।