দাগনভূঁঞায় বন্যার্ত ৫৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ দিলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৫ আগস্ট ২০২৪

মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর দাগনভূঁঞায় ৫৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ আগস্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) তত্ত্বাবধানে ফেনীর দাগনভূঁঞার সিলোনিয়া বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে বিজিবি।

বিকেলে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি জানান।

jagonews24

তিনি জানান, বিজিবি হাসপাতাল, ঢাকার মেডিসিন ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ মেজর শাহ মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে বন্যাদুর্গত ২২৫ জন পুরুষ, ১৭৫ জন মহিলা ও ১৫০ জন শিশুসহ মোট ৫৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

jagonews24

জানা গেছে, বিজিবি দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।

টিটি/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।