রাজধানীতে ছুরিকাঘাতে বাঙলা কলেজের শিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২১ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁওয়ে ছুরিকাঘাতে মো. ইমরান (২২) নামে এক শিক্ষার্থীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) তেজগাঁওয়ে একটি গলির মধ্যে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে মৃত্যু হয়।

নিহতের ভাই মো. সুমন জানান, আমার ভাই মিরপুর বাঙলা কলেজের ইন্টার মিডিয়েটের শিক্ষার্থী ছিল। গতরাতে বাদশা নামের একজন আমাদের বাসা থেকে টেলিফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।