একই রাতে আগুন লাগে সচিব নিবাসেও

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪
বুধবার রাতে সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিস কর্মীরা

গতকাল বুধবার দিনগত মধ্যরাতে আগুন লাগে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। একই রাতে আরও এক অগ্নিকাণ্ড হয়। রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে খবর আসে ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের ২০ তলা ভবনের ৪ তলার এক বাসার রান্নাঘরে আগুন লাগে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলেগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ আগুনে কেউ হতাহত হননি বলেও জানান আনোয়ারুল ইসলাম দোলন।

টিটি/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।