শাহজালাল বিমানবন্দরের যাত্রীসেবা আরও বেগবান করার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৫
ফাইল ফটো

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা আরও বেগবান করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিমানবন্দর পরিদর্শনকালে বিমানবন্দর কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন বেবিচক চেয়ারম্যান।

পরিদর্শনকালে তিনি যাত্রী, বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মীসহ বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের বিদ্যমান যাত্রীসেবা আরও বেগবান করতে বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। এছাড়া বিমানবন্দরে সেবা প্রদানকারী সব সংস্থাকে যাত্রীসেবা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন বেবিচক চেয়ারম্যান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন মঞ্জুর কবীর ভূঁইয়া। এসময় তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার নিশ্চয়তা দেন। এসময় যাত্রীরা বিমানবন্দরের বর্তমান পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এমএমএ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।