ঢাকায় নাটোরবাসীর মিলনমেলা শুক্রবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫

ঢাকায় নাটোর জেলা সমিতি আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) ‘নাটোর উৎসব-২০২৫’ নামে এক বর্ণিল মিলনমেলার আয়োজন করেছে। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদগেট আড়ংয়ের পেছনে) সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

এবারের আয়োজনে থাকছে- বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্নভোজ, প্রামাণ্যচিত্র, লোকজ সংগীত, র্যাফেল ড্র পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন দেশবরেণ্য সংগীতশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। এছাড়া কৌতুকের মাধ্যমে মানুষকে বিনোদন দেবেন নাটোরের কৃতিসন্তান আবু হেনা রনি।

ঢাকায় নাটোরবাসীর মিলনমেলা শুক্রবার

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাটোর জেলা সমিতি, ঢাকার সভাপতি মো. শামসুল আলম মল্লিক। এছাড়া মিলনমেলায় উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, সরকারি-বেসরকারি চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি আজীবন সদস্যসহ ঢাকায় বসবাসকারী নাটোরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম।

রেজিস্ট্রেশন ও জরুরি প্রয়োজনে যোগাযোগ নম্বর ইঞ্জিনিয়ার জাকির আহমেদ ০১৭৩০ ০৭৫ ৩৭৩, অ্যাডভোকেট জাহিদ-উল আলম জ্যোতি ০১৭২৮ ২২৪ ২৪৪।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।