ছাত্র আন্দোলনে হামলাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৮ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলার আসামি মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে ফতুল্লার শিয়াচর এলাকায় এই ঘটনা ঘটে।

মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিন ফতুল্লার শিয়াচর লালখা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের শাসনামলে মহিউদ্দিন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামালের আশীর্বাদে শিয়াচর লালখা, স্টেডিয়ামসহ আশপাশ এলাকায় মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেইসঙ্গে ডাকাত মহিউদ্দিনের সঙ্গে সখ্যতা রয়েছে আন্তঃজেলা ডাকাত দলের একাধিক চক্রের। এসব ডাকাত দলের সদস্যরা নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অপরাধ সংঘটিত করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে মোস্তফা কামালের হয়ে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে ডাকাত মহিউদ্দিনের বিরুদ্ধে। তাছাড়া শিয়াচর তক্কার মাঠ এলাকার হোসিয়ারী কারখনার শ্রমিক সিয়াম হত্যার মামলার এজাহারনামীয় আসামি তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গ্রেফতার মহিউদ্দিনকে সিয়াম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, সিয়াম হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।