বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশেই ঋণ শোধ হবে

ইয়াহিয়া নয়ন
ইয়াহিয়া নয়ন ইয়াহিয়া নয়ন , সাংবাদিক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৯ জানুয়ারি ২০২৩

১৯৭২ সালে পাকিস্তানের জেলখানা থেকে স্বাধীন বাংলাদেশে আসার অব্যবহিত পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়েকজন বিদেশি সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিলেন। এর মধ্যে ডব্লিউএনইউটিভির জন্য ডেভিড ফ্রস্টের নেওয়া সাক্ষাৎকারটি নানাভাবে আলোচিত হয়। এটি নেওয়া হয় ১৮ জানুয়ারি।

এর আগে লন্ডনের অবজারভার পত্রিকার গ্যাভিন ইয়াং ও নিউইয়র্ক টাইমসের শিডনি শনবার্গকে দেওয়া দুটি সাক্ষাৎকার তেমন আলোচিত না হলেও এর ঐতিহাসিক তাৎপর্য কম নয়। এই সাক্ষাৎকার দুটোতেই তিনি প্রথম তাঁর গ্রেফতার হওয়া ও বন্দিজীবনের নানা ঘটনা তুলে ধরেন। কথা বলেন পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও।

গ্যাভিন ইয়াংকে সাক্ষাৎকার দেওয়ার সময় বঙ্গবন্ধু ৩২ নম্বরের বাড়িতে ওঠেননি। ধানমন্ডির অন্য একটি বাড়িতে অস্থায়ীভাবে বাস করছিলেন। অস্থায়ী সেই বাড়িটিতেই তার পরিবারের সদস্যরা ৯ মাস অন্তরীণ ছিলেন। ইয়াং লিখেছেন, কিছু দিন আগেও এখানে পাকিস্তানি সেনারা পাহারা দিত। এখন পাহারা দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা মুজিবকে তার ৩২ নম্বরের বাড়ি থেকে গ্রেফতার করে নেওয়ার সময় সেটি তছনছ করে দেয়। জানুয়ারির মাঝামাঝি যখন ইয়াং এ সাক্ষাৎকার নেন, তখনো ওই বাড়ি মেরামতের কাজ চলছিল।

এই সাক্ষাৎকারে বঙ্গবন্ধু পাকিস্তানি সেনাবাহিনীর যেসব সদস্য ইতিহাসের জঘন্যতম গণহত্যা করেছে, তাদের বিচারের আওতায় আনার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘জাতিসংঘেরই উচিত এই বিচারের ব্যবস্থা করা।’

শিডনি শনবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গবন্ধু ২৫ মার্চ মধ্যরাতে তার গ্রেফতার ও জেলখানার তিক্ত অভিজ্ঞতার বিবরণ দেন। নিউইয়র্ক টাইমস পরদিন শিরোনাম করেছিল, ‘মুজিবস রিকাউন্টস অডেসি’।

গ্যাভিন ইয়াংকে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গবন্ধু সরাসরি পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টোকে চ্যালেঞ্জ করেন। ৮ জানুয়ারি বঙ্গবন্ধু যখন লন্ডনের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করেন, ভুট্টো তখন দুই দেশের মধ্যে কোনো যোগসূত্র রাখা যায় কি না সে নিয়ে তাকে অনুরোধ করেছিলেন। জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি আমার জনগণের সঙ্গে কথা না বলে কোনো প্রতিশ্রুতি দিতে পারব না।’ এর আগে সিহালা রাষ্ট্রীয় অতিথি ভবনেও ‘বন্দি মুজিবের’ সঙ্গে দেখা করে একই অনুরোধ করেছিলেন ভুট্টো।

১০ জানুয়ারি ঢাকায় লাখ লাখ জনতার সমাবেশে বঙ্গবন্ধু বলেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো সম্পর্ক নয়। বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তিনি আরও যোগ করেন, ‘আজ আমি বলতে চাই, ভুট্টো সাহেব, আপনারা সুখে থাকুন। আপনাদের সঙ্গে আর নয়। মরে যাব, তবু বাঙালি আর স্বাধীনতা হারাতে পারে না। আমি আপনাদের মঙ্গল কামনা করি। আমরা স্বাধীন, এটা মেনে নিন। আপনারাও স্বাধীনভাবে থাকুন।’ (সূত্র: পূর্বদেশ, দৈনিক বাংলা ও সংবাদ)

কিন্তু ভুট্টো বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেননি। তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। বঙ্গবন্ধু জীবিত থাকা পর্যন্ত তা অব্যাহত ছিল। ভুট্টো কমনওয়েলথ দেশগুলোর কাছে চিঠি পাঠিয়ে বলেন, ‘পূর্বাংশ’ এখনো পাকিস্তানের অন্তর্ভুক্ত। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তার দূতরা বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালান। ভুট্টো পাকিস্তানপন্থি বাঙালি নেতা নুরুল আমিনকে ভাইস প্রেসিডেন্ট এবং রাজা ত্রিদিব রায়কে মন্ত্রী বানিয়ে এমন একটা আভাস দেওয়ার চেষ্টা করেন যেন বাংলাদেশ এখনো পাকিস্তানের অন্তর্ভুক্ত।

গ্যাভিন ইয়াংকে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গবন্ধু পাকিস্তানি নেতা জুলফিকার আলী ভুট্টোকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘যদি ভুট্টো বাংলাদেশকে কমনওয়েলথের বাইরে রাখার জন্য কোনো চালাকি করেন, তাহলে আমি পশ্চিম পাকিস্তানও অধিগ্রহণ করব এবং তা বাংলাদেশের অংশ করব।’

১৬ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে গ্যাভিন লিখেছেন, বাংলাদেশ ও ভারতের যৌথবাহিনীর কাছে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণের পরপরই ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাঙালির বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের প্রথম সুযোগেই তাকে পাকিস্তানের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বলেন। ইয়াং লিখেছেন, তার সে প্রয়াস সফল হয়নি। পাকিস্তানের ভেতর থেকেও তত দিনে মুজিবের মুক্তির দাবি উঠেছে। তারা ভাবতে শুরু করেছিল, বাংলাদেশে আটক (পরে ভারতে স্থানান্তরিত) ১ লাখ ৩ হাজার পাকিস্তানিকে ফেরত আনতে হলে মুজিবকে ছেড়ে দিতে হবে।

মুক্তিযুদ্ধ চলাকালে ইয়াহিয়া খান প্রহসনমূলক বিচারে বন্দি মুজিবকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। ভুট্টো সেই রায় কার্যকর না করে তাকে মুক্তি দিলেও বাংলাদেশের ওপর দাবি ছাড়েননি। বাংলাদেশকে করায়ত্ত করার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর তিনি ‘নোংরা খেলা’ শুরু করেন।

গ্যাভিন ইয়াংকে মুজিব বলেন, ‘যদি ভুট্টো পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে চান, ভালো কথা। আমি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তিনি প্রেসিডেন্ট হয়েছেন সেনাবাহিনীর অনুকম্পায়। আর গণতান্ত্রিকভাবে আমিই পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমি আমার লোকদের সব প্রদেশে (গভর্নর পদে) নিয়োগ দেব। আশা করি, তিনি সেটি চাইবেন না।’

পাকিস্তানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আপনি কী মনে করছেন, আমি ভুট্টোর সঙ্গে রসিকতা করছি। মোটেই না। যদি তিনি কমনওয়েলথে বাংলাদেশের প্রবেশে বাধা দেন এবং বলেন বাংলাদেশ তাদের অংশ, আমি বলতে পারি, ঠিক আছে। যদি তিনি সতর্ক না হন আমি পশ্চিম পাকিস্তানকেও আমার ভূখণ্ড বলে দাবি করতে পারি।’

সাক্ষাৎকারের একপর্যায়ে মুজিব একটি ইংরেজি প্রবাদ আউড়ে বলেন, ‘আমেরিকানদের কাছে প্রিয় হলো ডলার, চীনাদের কাছে খাদ্য, জাপানিদের কাছে স্ত্রী, আর ব্রিটিশদের কাছে বন্ধু।’ মুজিব আরও যোগ করেন, ‘ব্রিটিশদের সঙ্গে আমার মহান আদর্শগত মিল আছে। আমি একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী।’

ঢাকায় গ্রেফতারের পর বঙ্গবন্ধুকে প্রথমে লায়ালপুর জেলে রাখা হয়। ৩ ডিসেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হলে এই ভিভিআইপি বন্দিকে মিয়াওয়ালি জেলখানায় সরিয়ে নেওয়া হয়। যুদ্ধের সময়টাতে কারাগারেও নিষ্প্রদীপ মহড়া চলছিল। বঙ্গবন্ধু জেলখানায় তার তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে, ‘১৯৭১ সালের ১৫ ডিসেম্বর মিয়াওয়ালি কেন্দ্রীয় কারাগারে কতিপয় বন্দি বলাবলি করছিলেন, মুজিবের লোকেরা এ এ কে নিয়াজিকে হত্যা করেছে। নিয়াজি ছিলেন পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান।’ এসব কথাবার্তাকে বঙ্গবন্ধু হালকাভাবে নেননি। মিয়াওয়ালি ছিল নিয়াজির জন্মস্থান। বন্দিরা ভীষণ ক্রুব্ধ হয়ে ওঠে এবং প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নেয়। তাদের বলা হয়, ভোর ৬টায় সেলের দরজা খুলে দেওয়া হবে এবং মুজিবকে হত্যা করা হবে।

জেলখানার তত্ত্বাবধায়ক আবদুর রশীদ ছিলেন মুজিবের প্রতি বন্ধুভাবাপন্ন। তিনি তার বাড়িতে তাকে দুদিন লুকিয়ে রাখেন। ২০ ডিসেম্বর ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তিনি গোপন স্থানেই ছিলেন। এরপর বন্দিকে জেলখানা থেকে সিহালি অতিথিশালায় নিয়ে যাওয়া হয়।

ইরানের সাংবাদিক আমির তাহিরি ছিলেন পাকিস্তানের পক্ষে। পরিস্থিতি স্বাভাবিক আছে, সেটি দেখাতে সামরিক কর্তৃপক্ষ আগস্ট মাসে তাকে ঢাকায়ও নিয়ে এসেছিল। কায়হান ইন্টারন্যাশনাল পত্রিকায় তাহিরি বঙ্গবন্ধুর বাড়ির বর্ণনা দিয়ে লিখেছেন, ‘বাড়ির বেশির ভাগ কাচ ভাঙা এবং সব দেওয়ালেই বুলেটের গর্ত। অঢেল বৃষ্টির আশীর্বাদ পেয়ে বুনোলতার সবুজ প্রায় ঢেকে ফেলেছে ইটের দেওয়াল।

মুজিবের বাড়ির সাদামাটা ঘরে আমরা দেখতে পেয়েছিলাম বিয়ের নিমন্ত্রণ, অনুরোধপত্র ইত্যাদি নানা ধরনের না-খোলা চিঠির স্তূপ। ছিল অবোধগম্য বাংলা হস্তাক্ষরে লেখা পাতার পর পাতা। এসব চিঠি মার্চের মধ্যভাগে এসেছিল। কিন্তু ২৬ মার্চ গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত শেখ মুজিব সেসব খোলার ফুরসত পাননি। ’

তিনি আরও লিখেছেন, ‘টেবিলের ওপর দেখতে পেলাম স্যার আইভার জেনিংস: আ কনস্টিটিউশনাল প্রবলেমস অব পাকিস্তান। মুজিবের শিক্ষক জুবেরি তাকে উপহার দিয়েছিলেন এই বই। ভেতরে লেখা ছিল, ‘রাজনীতিকে অবলম্বন করে এগিয়ে যাওয়া যায় ক্ষমতার দিকে। জ্ঞানও ক্ষমতা’। আমির তাহিরির শেষ মন্তব্য ছিল, ‘বলপূর্বক প্রবেশকারীরা সাজানো কোনো ভোজসভা তছনছ করে দিলে যেমন হয়, গোটা বাড়িতে সে রকম একটা ভাব।’ (সূত্র: শেখ মুজিবের বন্দিজীবন, আহমেদ সেলিম, অনুবাদ: মফিদুল হক)

বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে দিয়ে এই দেশকে সর্বক্ষেত্রে বিজয়ী করার অনন্ত সম্ভাবনার দুয়ার খুলে দিয়ে গেছেন। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। তবে সামনে আরও বিপুল কর্মযজ্ঞ এবং কর্তব্য রয়েছে। এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। গরিব, দুঃখী সাধারণ মানুষের ঘরে স্বাধীনতার সুফল নিয়ে যেতে হবে। ‘এসব বর্ণমালা নিতে হবে ভূমিহীনের ঘরে।’

বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের কাছে আমার রক্তঋণ। তোমরা রক্ত দিয়ে আমাকে মুক্ত করে এনেছিলে। সেই রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করব। তিনি তাঁর কথা রেখেছেন। আর আমাদের রক্তঋণে আবদ্ধ করে গেছেন। সুন্দর উন্নত অসাম্প্রদায়িক ভেদাভেদহীন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর কাছে আমাদের যে অশোধ্য ঋণ, তা কিছুটা শোধ করার চেষ্টা করে যেতে হবে।

লেখক: সাংবাদিক।

এইচআর/ফারুক/জেআইএম

বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের কাছে আমার রক্তঋণ। তোমরা রক্ত দিয়ে আমাকে মুক্ত করে এনেছিলে। সেই রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করব। তিনি তাঁর কথা রেখেছেন। আর আমাদের রক্তঋণে আবদ্ধ করে গেছেন। সুন্দর উন্নত অসাম্প্রদায়িক ভেদাভেদহীন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর কাছে আমাদের যে অশোধ্য ঋণ, তা কিছুটা শোধ করার চেষ্টা করে যেতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।