ঢাকার নদীপথে যা চোখে পড়ে
ঢাকা একসময় নদীর পাশে অবস্থানের কারণে স্থানীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। ১৬১০ খ্রিষ্টাব্দে রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পর থেকে ঢাকার মর্যাদা অক্ষুণ্ণ রয়েছে। মাঝে ঘটে গেছে অনেক ঐতিহাসিক ঘটনা। এই ঢাকার নদীপথে ভ্রমণ করেছেন ফাত্তাহ তানভীর রানা।
-
বৃহত্তর ঢাকাকে কেন্দ্র করে বুড়িগঙ্গা, ধলেশ্বরী নদী, মেঘনা, শীতলক্ষ্যা, বালু নদী, টঙ্গী খাল ও তুরাগ নদী আবর্তিত হয়েছে। এখানে দক্ষিণপাড়া বালু নদীর তীরে কাশবন দেখা যায়। পেছনে শান্ত গ্রাম। ছবি: ফাত্তাহ তানভীর রানা
-
নৌ-ভ্রমণে ৩০০ ফুটের নীলা মার্কেট থেকে ট্রলারে চড়ে টঙ্গী হয়ে আবার নীলা মার্কেটে এসেছি। তাতে দেখা যায়, জল আছে, জেলে নেই। দূষণের শিকার বালু নদীতে মাছ নেই। ছবি: ফাত্তাহ তানভীর রানা
-
বৃহত্তর ঢাকার নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন ও সংস্কৃতির আলোকচিত্র নদীপথে ভ্রমণকালে তোলা হয়েছে। এখানে বালু নদীতে মাছ ধরার চেষ্টা চলছে। ছবি: ফাত্তাহ তানভীর রানা
-
ঘুরতে ঘুরতে চোখ পড়ে নারায়ণগঞ্জ বন্দর এলাকায়। এখানে নদী পারাপারের জন্য ব্যবহৃত নৌকাগুলো জড়ো করে রাখা হয়েছে। ছবি: ফাত্তাহ তানভীর রানা
-
নদী ভ্রমণ করার সময় চোখে পড়ে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় অপেক্ষমান মানুষ। ছবি: ফাত্তাহ তানভীর রানা
-
সম্প্রতি আমরা ঢাকার চারপাশ নদীপথে ভ্রমণ করেছি। তখন দেখি, লঞ্চ চলছে অভীষ্ট লক্ষ্যে। ছবিটি মুক্তারপুরের ধলেশ্বরী নদী থেকে তোলা। ছবি: ফাত্তাহ তানভীর রানা
-
ঢাকার বুড়িগঙ্গার বুক চিড়ে চলাচল করে লঞ্চ। একই সঙ্গে নদীতে বাল্ক হেডে করে বালি নিয়ে যাচ্ছে। পেছনে সদরঘাটে লঞ্চ নোঙর করা আছে। ছবি: ফাত্তাহ তানভীর রানা