কুয়াশা ভেদ করে উঁকি দিল সূর্য
কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহে যেন থমকে গিয়েছিল নগরজীবন। কনকনে ঠান্ডায় সকাল মানেই ছিল কুয়াশার ঘন চাদর, সূর্যের দেখা মিলত দেরিতে বা মিলতই না। ঠান্ডার কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিশু ও বয়স্করা সবাই পড়েছিলেন ভোগান্তিতে। ছবি: মাহবুব আলম
-
তবে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা মিললো সূর্যের। কুয়াশার আড়াল ভেদ করে সকালের আকাশে আলো ছড়াতে শুরু করতেই বদলে গেল চেনা দৃশ্যপট। শীতের ভারী নীরবতা কাটিয়ে শহরে ফিরে এলো একটু স্বস্তির নিঃশ্বাস।
-
হাতিরঝিল এলাকায় সূর্যের এই আগমন যেন আলাদা মাত্রা যোগ করল। ঠান্ডা বাতাসের সঙ্গে নরম রোদ মিশে পানির ওপর তৈরি করল ঝিলমিল আলোছায়ার খেলা। সকালে হাঁটতে বের হওয়া মানুষজন থমকে দাঁড়িয়ে উপভোগ করলেন দৃশ্যটি। কেউ মোবাইলের ক্যামেরায় বন্দি করলেন সেই মুহূর্ত, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে অনুভব করলেন উষ্ণতার ছোঁয়া।
-
কয়েক দিন ধরে রোদের অভাবে জমে থাকা ক্লান্তি যেন এই আলোয় একটু একটু করে ঝরে গেল। শীত এখনও বিদায় নেয়নি, তবে সূর্যের এই উপস্থিতি মনে করিয়ে দিল প্রকৃতি কখনোই স্থির নয়। কুয়াশা আর শীতের একঘেয়েমির মাঝেও আলো ফেরার নিজস্ব সময় আছে।
-
হাতিরঝিলের আকাশে দেখা দেওয়া সেই সূর্য শুধু দিনের শুরু নয়, শহরের মানুষদের জন্য হয়ে উঠল স্বস্তি আর আশার প্রতীক। শৈত্যপ্রবাহের কঠিন সময়ের পর এমন একটি সকাল তাই অনেকের কাছেই স্মরণীয় হয়ে থাকবে।