এভারকেয়ারে ছবি ও কালো পতাকা হাতে নেতাকর্মীরা
এভারকেয়ার হাসপাতালে আজ যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। তবে সেই নীরবতার মধ্যেও চোখে পড়ছে কালো পতাকা, হাতে ছবি নিয়ে নেতাকর্মীদের দল। সরু রাস্তাটা যেন ভরে গেছে শোকের নীরব সমাবেশে। ছোট থেকে বড়, সব বয়সের মানুষ এখানে এসেছে সবাই যেন একসাথে শোক পালন করছে। ছবি: মাহবুব আলম
-
বাইরের দেওয়ালে, বিলবোর্ড ও ব্যানারে খালেদা জিয়ার ছবি ঝুলছে।
-
ব্যানারে লেখা, ‘আমরা শোকাহত’। এই দৃশ্য যেন সময়কে থমকে দিয়েছে।
-
নেতাকর্মীদের চোখে চোখে মিলেমিশে আছে কষ্ট ও শ্রদ্ধার মিলন। কেউ কিছু বলছে না, তবুও তাদের উপস্থিতি বার্তা দিচ্ছে। সমাজের নানা স্তরের মানুষ আজ একজোট হয়ে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। হাসপাতালের প্রবেশদ্বার থেকে শুরু করে রাস্তাঘাট, সব জায়গাতেই যেন শোকের ছায়া।
-
ছোট একটি কোণা থেকে শুরু করে বড় ব্যানারগুলো, সবই খালেদা জিয়ার ছবি ও তার স্মৃতির প্রতীক। কেউ কেউ হাত জোড় করে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, কেউ আবার ছবি তুলে স্মৃতিচারণ করছে।
-
এই দৃশ্যটি শুধু শোক নয়, বরং ঐক্য ও স্মৃতির এক জীবন্ত চিত্র। সময়টা যেন থেমে গেছে। মানুষ, ছবি, ব্যানার, কালো পতাকা সবই মিলেমিশে এক হৃদয়স্পর্শী দৃশ্য রচনা করছে।
-
এভারকেয়ার হাসপাতালের সেই রাস্তাটা আজ কেবল হাসপাতালের রাস্তাই নয়; এটি শোকের, শ্রদ্ধার এবং স্মৃতির এক জীবন্ত পাতা হয়ে উঠেছে।