শীত উপেক্ষা করে খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় মানুষের সমাগম

প্রকাশিত: ১১:২৪ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫ আপডেট: ১১:২৫ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫

কারো চোখে অশ্রু, কারো হাতে তসবি, কেউ আবার ভারাক্রান্ত মনে চুপচাপ হাঁটছেন। বলছিলাম তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় আসা মানুষদের কথা। আজ দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে কিন্তু সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। ছবি: মাহবুব আলম