আজকের আলোচিত ছবি: ০৬ জুলাই ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভাষণ প্রদান করেন। ছবি: পিআইডি
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে পূর্ণদৈর্ঘ ও স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণের অনুদানের চেক বিতরণ করেন। ছবি: পিআইডি
-
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। আজ বিকেল পৌনে ৫টায় চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করা হয়। ছবি: জাগো নিউজ
-
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র পুনরায় বহাল রাখাসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশের আম্পায়ারিংয়ে চলমান সফলতার মুকুটে যুক্ত হলো নতুন পালক। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে নারী এশিয়া কাপ ২০২৪ সালের আসরে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড আইডির পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ছবি: সংগৃহীত