বাণিজ্যমেলায় নজর কাড়ছে কারাপণ্য
দেশের বিভিন্ন কারাগারের বন্দিদের তৈরি পণ্যের পসরা নিয়ে বাণিজ্যমেলায় বসেছে বাংলাদেশ কারাপণ্য স্টল। ছবি: জান্নাত শ্রাবণী
-
কারাপণ্যর স্টলে রয়েছে কারাগারের কয়েদিদের বানানো পণ্যের সমাহার।
-
স্টলের দেয়ালে শোভা পাচ্ছে কারাবন্দীদের কর্মযজ্ঞের ছবি।
-
রয়েছে বেতের তৈরি মোড়া, প্লাস্টিকের মোড়া, কাঠের নৌকা, সুতি তোয়ালে, টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি, পুঁথির কলমদানিসহ শতাধিক পণ্য।
-
এসব পণ্যর দাম রয়েছে সাধের মধ্যে।
-
মেলায় আসা দর্শনার্থীরা একবার হলেও ঢুঁ-মারছেন কারাপণ্যর স্টলে।
-
স্টলটিতে পুঁথির তৈরি হ্যান্ডব্যাগ, শোবিজসহ রয়েছে রকমারি সব পণ্য।
-
স্টলটিতে রয়েছে বড়-ছোট ও মাঝারি আকারের দৃষ্টিনন্দন সিংহাসন। ভিন্ন ডিজাইনের এ সিংহাসন আগতদের নজর কাড়ছে।
-
রয়েছে রকমারি পাপাসও।
-
নকশি কাঁথার সমাহার।
-
স্টলটিতে কর্মরত সবাই কারাগারের স্টাফ, জেলার কিংবা জেল পুলিশ। সকাল থেকে রাত পর্যন্ত দুই শিফটে ডিউটি করেছেন এসব কর্মকর্তারা।
-
কারাবন্দীদের বানানো এসব পণ্যগুলোর লাভের অর্ধেক অংশ চলে যাবে তাদের পকেটে। চাইলে লাভের টাকা কয়েদির পরিবারের কাজে লাগাতে পারবেন। অথবা মুক্তির পর টাকা নিয়ে যেতে পারবেন।