মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সড়ক অবরোধ
প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১১:১৮ এএম, ২২ জানুয়ারি ২০২৫
রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। ছবি: রায়হান আহমেদ
-
আন্দোলনরত কর্মীরা বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪-৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারিনি। আমাদের কষ্টের শেষ নেই। আমরা সুদে টাকা নিয়েছি।
-
আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের আরও ভুক্তভোগী আসছে।
-
এসময় তারা ৩ দফা দাবি জানান। তাদের দাবিগুলো হচ্ছে- ২০২৪ এর ৩১ মে যারা যেতে পারেনি সবাইকে নিয়ে যেতে হবে।
-
যাদের ভিসা হয়েছে, তাদের সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে। ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে নিয়ে যেতে হবে।