গোলাপ বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন তিন ভাইয়ের
৭ ফেব্রুয়ারি থেকে শুরু ভ্যালেন্টাইনস উইকের। আর প্রথম দিনটিই হচ্ছে ‘রোজ ডে’ বা গোলাপ দিবস। অন্য সময়ের তুলনায় এদিনটিতে গোলাপের চাহিদা তুলনামূলক অনেক বেশি থাকে। এ সুযোগটি কাজে লাগিয়ে লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন পাবনার তিন ভাই। ছবি: আলমগীর হোসাইন নাবিল
-
পাবনার টেবুনিয়ার ভজেন্দ্রপুরের তিন ভাই খন্দকার শরিফুল আলম রানা, খন্দকার আশরাফুল হক শাহিন ও জাফরুল্লাহ সবজি চাষ করে বেশ লোকসানের মুখে পড়ে। তবে গোলাপ চাষ করে দেখেছেন সফলতার মুখ।
-
ভালোবাসা দিবসকে ঘিরে এ মাসে ৫ লাখ টাকার গোলাপ বিক্রির আশা তাদের।
-
শুরু দিকে তারা নিজেরা বাগানের পরিচর্যা করলেও এখন সারাবছর কমপক্ষে ৫ জন করে শ্রমিক কাজ করেন।
-
তাদের বাগানে জুমুলিয়া, বিউটি, ভার্গো ও বমবমসহ ৭ প্রজাতির গোলাপ আছে। এসব ফুল লাল, শেড পিংক, অরেঞ্জ, হলুদ ও সাদা রঙের।
-
গাছে ফুটে আছে ভালোবাসার প্রতীক লাল গোলাপ।
-
গোলাপ চাষ করে শুধু নিজেরাই লাভবান হননি। সৃষ্টি হয়েছে বেকারদের কর্মসংস্থানও। এ বাগান শ্রমজীবীদের জন্যও আশীর্বাদ।
-
জানা যায়, বছরের অন্য সময়ে প্রতি মাসে গড়ে দেড় থেকে ২ লাখ টাকার গোলাপ বিক্রি হয়। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গোলাপের চাহিদা বেশি থাকে। ফেব্রুয়ারি মাসে অসম্ভব চাহিদা। দ্বিগুণ লাভ হয়।