আজকের আলোচিত ছবি: ০৮ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
আসন্ন নির্বাচনে কিছু প্রার্থীর মনোনয়ন ফরম বাতিলের পর চলমান আপিল কার্যক্রম নিয়ে তাদের বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।
-
ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘ভূমি আপীল বোর্ড অধ্যাদেশ ২০২৬’ এর খসড়ার ওপর পরিমার্জিত খসড়া অধিকতর উৎকর্ষ সাধনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: পিআইডি
-
ঢাকায় শেরে বাংলা নগরে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং জার্মান সরকারের পক্ষে জিআইজেড অফিস ঢাকা এর কান্ট্রি ডিরেক্টর, হাইনরিখ-ইউর্গেন শিলিং-এর মধ্যে জিআইজেড প্রস্তাবিত ৫টি প্রকল্পে ২১.৭৭ মিলিয়ন ইউরো অনুদান চুক্তি সই হয়। ছবি: পিআইডি
-
উত্তরের হিমেল হাওয়া আর হাড়কাঁপানো শীতে এবং টানা মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৯৯ শতাংশ। ছবি: রোকনুজ্জামান মানু