আজকের আলোচিত ছবি: ০৭ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ‘ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত ‘ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের ট্রফি প্রদান করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্ভেয়ারগণ কর্তৃক এডি লাইন সৃজন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মডিউল চূড়ান্তকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
তারেক রহমানকে আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: খালেদ হোসাইন
-
জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল অঙ্গীকারবদ্ধ। তাদের পরিষ্কার করতে হবে তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নাকি ‘না’ ভোটের পক্ষে। অর্থাৎ সংস্কারের পক্ষে নাকি বিপক্ষে। ছবি: জাগো নিউজ
-
গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ছবি: মো.আমিনুল ইসলাম
-
তীব্র শীতের প্রকোপে মৌলভীবাজারে জবুথবু অবস্থা সাধারণ মানুষের। গত কয়েক বছরের মধ্যে বেশি শীত পড়েছে এ জেলায়। কুয়াশার কারণে অনেক সময় সারাদিন সূর্যের দেখা মিলছে না। ছবি: এম ইসলাম
-
ভোলায় টানা কয়েক দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও তীব্র শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। চারদিক ঢেকে রয়েছে ঘন কুয়াশায়। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মাগুরার মহম্মদপুর উপজেলা ও গ্রামাঞ্চলে লেপ, তোশক, কোলবালিশ ও জাজিম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কারিগররা। ছবি: মো. মিনারুল ইসলাম জুয়েল