আজকের আলোচিত ছবি: ০৫ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: মুসা আহমেদ
-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে অবশ্যই দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: মাসুদ রানা
-
ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের ৮৪তম টিম সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: পিআইডি
-
সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শোরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগার বন বিভাগের সহায়তায় উদ্ধার করা হয়েছে। ছবি: পিআইডি
-
হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। একদিনে ব্যবধান দিনাজপুরে ২ ডিগ্রি তাপমাত্রা কমে ৯ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে। কুয়াশা ও শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। ছবি: এমদাদুলহক মিলন
-
যশোরে টানা দশদিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একদিকে শীতের দাপট, অন্যদিকে কুয়াশা আর হিমেল হাওয়া দুর্ভোগের মাত্রাও বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সোমবার (৫ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। ছবি: মিলন রহমান
-
ঠাকুরগাঁওয়ে ফের জেঁকে বসেছে তীব্র শৈত্যপ্রবাহ। হিমালয়ের পাদদেশের এ জেলায় গত দুদিন ধরে হিমেল বাতাস, ঘন কুয়াশার কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ছবি: তানভীর হাসান তানু