আজকের আলোচিত ছবি: ৮ ফেব্রুয়ারি ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: কাজী আল-আমিন
-
রাজধানীর পল্টন ময়দানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ছবি: পিআইডি
-
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইন্টার স্টেট বিএনপি-ইউএসএ নেতাকর্মীরা।
-
হিমাগারে প্রতিকেজি আলু সংরক্ষণের ভাড়া সাত টাকা থেকে বাড়িয়ে আট টাকা নির্ধারণ করা হয়েছে। আলু সংরক্ষণের খরচ বৃদ্ধির সঙ্গে এ ভাড়া বৃদ্ধি যৌক্তিকভাবে সমন্বয় করা হয়েছে বলে দাবি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ)। ছবি: জাগো নিউজ
-
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আমিনুল ইসলাম
-
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি সকালে উপজেলার হাছনমারা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। ছবি: লিপসন আহমেদ