ভাষানটেক বস্তিতে আগুন
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৬ মার্চ ২০২৫
আপডেট: ১২:১৭ পিএম, ০৬ মার্চ ২০২৫
রাজধানীর ভাষানটেকের বিআরপি বস্তিতে বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
-
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
-
তিনি বলেন, ভাষানটেকের বিআরপি বস্তিতে ১১টার দিকে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
-
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।