যেমন হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পহেলা বৈশাখে আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন। ছবি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পিআইডি
-
নতুন আমেজে, নতুন আঙ্গিকে হয়ে গেলো বাংলা ১৪৩২ বর্ষবরণের উৎসব। সমতল থেকে পাহাড় সবমিলে একাকার এবারের বর্ষবরণের এই উৎসবে।
-
রাজধানীতে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছিল লাখো মানুষ।
-
সবার কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার। তবে বর্ষবরণের প্রস্তুতির শেষ সময় পর্যন্ত সমালোচনা আর তর্ক-বিতর্ক পিছু ছাড়েনি।
-
জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম পহেলা বৈশাখ উদযাপিত হলো দেশে। পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, মোটিফ নিয়ে নানা বিতর্ক এরপর শোভাযাত্রায় সর্বসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
-
রাজধানীতে রমনার বটমূল থেকে চারুকলা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভাগীয় শহর, গ্রাম-গঞ্জেও বর্ষবরণের আয়োজন ছিল চোখে পড়ার মতো।
-
বলা চলে, বাঙালির সর্বজনীন এই প্রাণের উৎসব ছড়িয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। উৎসবের রঙে নিজেদের রাঙিয়েছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজন।
-
শোভাযাত্রা, লোকজ সংস্কৃতির ভিন্ন ভিন্ন আয়োজন ছিল এবারের বর্ষবরণে। দেশের বিভিন্ন স্থানে বসেছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।