আজকের আলোচিত ছবি: ০২ মে ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস-এর কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। এসময় হাইকমিশনারের সঙ্গে উপ-হাইকমিশনার হযরত আলী খানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
-
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। আজ বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিন গেটে এই সমাবেশ শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই সঙ্গে লুৎফুজ্জামান বাবর তার বাবার কবর জেয়ারত করেন। আজ দুপুর ২টার পর তিনি বনানী কবরস্থানে তার বাবা ও আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক দলের নেতারা। আজ সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। ছবি: জাগো নিউজ
-
বিচ্ছিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ না করে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। এছাড়া শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ১১ দফা দাবি করেছে সংগঠনটি। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে সংবাদ সন্মেলনে এসব দাবি জানানো হয়। ছবি: জাগো নিউজ